আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীর পলিটেকনিকে ‌'সংঘর্ষ ' : সংবাদপত্রে উপস্থাপনার ধরন

চামবাজি সহ্য করতে পারি না।

সাংবাদিকতার কিছু পরিভাষার ব্যাপারে আমার মতামত জানাতে চাচ্ছি। ভুল হলে সংশোধন করে দিবেন। গতকাল রাজশাহী পলিটেকনিক-এ হত্যাকান্ড নিয়ে বিভিন্ন সংবাদপত্র গুরুসহকারে প্রকাশ করেছে। সংবাদপত্র গুলো পড়ে জানা ছাত্রলীগের অতর্কিত হামলায় সানি নিহত হয়।

উপুর্যপুরী রামদার আঘাতে নিহত হয়। পূর্ব থেকে ছাত্রমৈত্রীর কোন কর্মসূচী ছিল না। কোন পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেনি। পত্রিকাগুলো পড়ে জানা যায়,একতরফাভাবে ছাত্রমৈত্রীরা হামলার শিকার হয়্ এমন কি পুলিশও তাদের উপর হামলা করে। আমার প্রশ্ন দুএকটি পত্রিকা এই সংবাদটি ভিন্ন হেডিং দিয়ে পরিবেশন করেছে।

ছাত্রলীগ-ছাত্রমৈত্রী সংঘর্ষে নিহত-১ এইভাবে। আমাদের সময় নয়াদিগন্ত আমার প্রশ্ন “হামলা”ও “সংঘর্ষ“-এর মধ্যে কোন শব্দগত ভুল থাকে কিনা? উভয়পক্ষ ধাওযা পাল্টা ধাওয়া করলেই তো সংঘর্ষের ঘটনা ঘটে। অথচ একতরফাভাবেই ছাত্রমৈত্রী হামলার শিকার হয়। এমনকি হাসপাতালেও পুলিশ তাদের হামলা করে তাহলে এটাকে কিভাবে সংঘর্ষ হিসাবে সঙ্গা দেওয়া যায়। ব্লগারবৃন্দ এ ব্যাপারে কি বলেন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.