রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
১.ফোটার ঠিক আগের মুহূর্ত:
২.ফুটছে:
৩.পুরোপুরি ফোটা অবস্থা:
৪.একসঙ্গে সবগুলো:
৫.নিস্তেজ হবার আগ মুহূর্তে:
২০০৩ এ নাইট কুইন প্রথম লাগাই। ৪-৫ বছর বয়স্ক না হলে গাছে ফুল আসে না। আগেও ফুল ফুটেছে। কিন্তু বাসাই না থাকায় আমার দেখার সৌভাগ্য হয়নি।
এবার হয়েছে।
মাটিতে লাগালে ৬ ফুট পর্যন্ত লম্ব হতে দেখেছি। টবে লাগালে ৪ ফুটের উপর হয় না। শাখা থেকে বা কখনও পাতা থেকে আমি নতুন চারা গাছ তৈরী করেছি । অতিরিক্ত গরম বা বৃষ্টি সহ্য করতে পারে না।
সেরকম হলে কলি এসেও পচে যায়। ঠিক মত সার দিলে ফুল বেশি আসে। নইলে খুব কম হয় এবং ফুল আকারে ছোট হয়। বর্ষাতেই চারা তৈরী করা যায়। শীতে আমি পারিনি।
একটা কুসংস্কার আছে, নাইট কুইন নাকি দুর্ভাগ্য বয়ে আনে। এতো সুন্দর ফুল, তাই এসব মনে আনতে ইচ্ছে করে না।
দুটো লিঙক:
Queen of the night
নাইট কুইন
অপর একটি নতুন গাছ লাগিয়েছি। নাম রোজ অব শ্যারন। দেখতে দেশী জবা ফুলের মত।
তবে বর্ণ বেগুনী। অসংখ্য ফুল থাকে সারা বছর। এ ফুলের জন্যেও আজ আমার মনটা খুব ভাল লাগছে।
রোজ অব শ্যারোন
ছবি::
Hibiscus syriacus
এ রোজ অব শ্যারন ফুল গাছে কোন রোগ বালাই নাই। আমি টবে লাগিয়েছি।
এখন ৫ ফুটের মত লম্বা। গাছে পাতার চেয়ে ফুলের পরিমান বেশি। ফুল সকালে ফুটে সন্ধ্যায় ঝরে যায়। কোন গন্ধ নাই। তবে রঙের একটা মোহ আছে।
অনেক দুর থেকেও জ্বল জ্বল করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।