গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
শুক্কুরবার রাতেই রক্তে ছোটে নেশার বান
ফ্রাইডে নাইট শব্দদুটোর বাড়তি হাতছানি
লাল নীল বাহারী আলোগুলোর মায়াবী ডাকে
পকেট ভারী করে হেটে চলা চেনা গন্তব্যে
আধো রঙিন আলোয় সরু সিড়ি বেয়ে উঠলেই
হাসি হাসি মুখের গোবেচারা টাইপ ম্যানেজার
ধুপধাপ মিউজিক আর ছেঁড়া কিছু হাসি ঠেলে
বাঁ ধারের একদম কোনার প্রিয় টেবিলটা
মেয়ে গুলো ঘন ঘন পাল্টায়, তবু তাদের সম্ভাষন
বরাবরের মতোই আরেকটু আগুন ধরায় নেশার্ত মনে
বারগার্লের নিয়মকরা প্রশ্ন সাথে নিয়ম করা উত্তর
কিছুক্ষণ নীরবতার পরে হাজির হয় হিম শীতলতা
দুচারটা চুমুক পড়লেও এখন কাজ হয়না তেমন
একসময় যা খুশি খিস্তি ঝরতো এটুকুতেই
এখন কয়েক চুমুক বদলে কয়েক গ্লাস
চোখের সামনে ঘসা কাঁচের ভিতর জলছবি
পাঁচ দিনের নিয়মকরা জামা জুতো টাই
হাই বাই গুড মরনিং গুড ইভিনিং সব এক
একই গাড়ি, মানুষগুলো, গাছ, বিড়াল, কুকুর
শুধু ফ্রাইডে নাইটের স্বপ্ন গুলো একদম নতুন
গ্লাসের রং ঠোঁট বেয়ে তেতো ঢংএ চলে যায় ভিতরে
আশেপাশে মাতাল শব্দরাশি, আস্তে কিংবা জোরে
অস্হির পা দুটোয় ভর করে সবাই বাড়ি ফেরে
হাতপা ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে যায় ফ্রাইডে নাইট।
ছবি কৃতজ্ঞতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।