আমাদের কথা খুঁজে নিন

   

মিড-নাইট গেম

আমার লেখা পড়ে.................. মিড-নাইট গেম মধ্যরাত পেরিয়ে গেছে থানার ঘড়িতে কিছু তারার ঘুম ভাঙ্গে, কিছু তারা ঘুমাবে শিশিরের শব্দ হচ্ছে গাড় থেকে গাড়,রাত এখন প্রায় বৃদ্ধ, ফিরে যাবে রাতের কাছে। উৎসব-প্রতিযোগীতা শুরু হবে এখনই নগ্ন একলা মাঠে মানুষেদের মজমা আজ নদীর ঘাটে বসে আছে দুইটা পানশি- যারা পেয়েছেন, জীবনের সকল অলস প্রাপ্তি- লাঠালাঠি করে জিতে নিয়েছেন পার্থিব আকাংখা যারা হেরে গেছেন লাঠালাঠিতে, পায়নি কিছুই যারা আজও চুমু খান প্রেমিকাকে, মধ্যরাতে, যারা আকাশের ঠিকানায় চিঠি লিখেন- সবুজ ফসলের মাঠে বাতাস জানান দেয় যেখানে তার কৃষক- ক্ষরায় পুড়েছে যে ভালাবাসা তারা সকলেই হাজির- আপাত দৃষ্টিতে সফল ও অসফল যত মানুষ, তারা সকলেই এখানে আজ! রেফারির হুইসেল- খেলার নিয়ম ঘোষনা সবাই কাধে কাধ মিলিয়ে দাড়াবেন ভাইসব বাতাসের চলাচল যেন না ছুতে পারে প্রতিযোগী খেলা শুরুর পর বন্ধ যত নতুন কবিতা- প্রতিযোগী ও দর্শক সকলে খুলে ফেলুন অবদমন। হৈ হৈ হৈ হৈ - উল্টা রাশান রুলেট- ষোল গুটি- যিনি জিতে যাবেন তিনি ঘুরে আসবেন নদীতে সাদা পানশীতে পাখি,কবিতা,প্রেমিকার স্পর্শে। যিনি হেরে যাবেন তিনি চড়ে বসববেন কালো পানশীতে, অজানা নগরীতে সবকিছুর স্পর্শে- যারা এখানে আজ, সকলে খেলবেন একে একে। এখন দু‘জন- একজন উজ্জল, একজন অন্ধকার চারপাশ ঘিরে আছে সকল দর্শক- সারি সারি বাতাসের আনাগোনা নিষিদ্ধ-শুধু অবদমন- দুই খেলোয়াড়ই খেলে যাচ্ছেন প্রাণ পণ- এই বুঝি জিতে গেল সাদা পোষাকের সফল? এই বুঝি জিতে গেল বহু রং পোষাকের রাত? কপালে কোনা বেয়ে নেমে আসে ঘাম- খেলোয়াড়-দর্শক,নদী,তারা,শিশির সকলের- দর্শকরা সকলেই মুখ ও বধির- শুধু গুটি চলা । একি! একি! দুজনেই জিতিয়ে দিতে চাচ্ছেন বিপরীত দিকে বসা মনোযোগী প্রতিযোগী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.