আমাদের কথা খুঁজে নিন

   

নীরার প্রতিশ্রুতি

জীবনের জন্যই এই সব কথামালা

নীরা আমাকে তার মুগ্ধতা দেখাবে বলেছিল নীরা আমাকে তার ভাষা বুঝাবে বলেছিল গোপনে – আমি তার স্বকীয়তা বুঝার আকাংখাতে কতো বিনিদ্র প্রহর কিংবা সঙ্গাহীন সময় কাটিয়েছি হিসেব রাখিনি তার- শুধুই মনে হয়েছে শতাব্দীর বহুপর । আমি নীরাতে মুগ্ধতা চেয়েছি পাহাড় ভাঙ্গা সিড়িতে কলকল জলরাশির মত কিংবা রৌদ্র কঠিন পাহাড়ে ঝলসে উঠা রুপালী পাতার মতো । আমি নীরার জন্য তৈরী হয়েছিলাম তাকে দেখব এবং জানবো বলে চেয়েছিলাম থাকতে শব্দহীন, সুশোভিত ঠিক শিল্পের মতো । আমি রৌদ্রকিরণ লগনে সবুজ মাঠে বেড়িয়েছি, ভেজা জামা সহ ফিরে এসেছি তবুও আমার প্রার্থিত মুগ্ধতা কিংবা নীরা আসেনি । নীরা তার প্রতিশ্রুতি রাখতে পারেনি । (নামকরণ এবং ভাব এর জন্য প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতার নিকট দায়বদ্ধ।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।