আমাদের কথা খুঁজে নিন

   

অভিজিত কুন্ডুর গর্ভসংক্রমণ

পরিদৃশ্যমান সত্তা

নমুনা-০৪ দেড় হাজার ফুট উঁচুতে আমাদের হেলিকাপ্টার স্থির দাঁড়িয়েছে। দরোজা খুলে দিয়েছি। এখন বাতাসে প্রতিটি আলপিন এলোমেলো হবে। কে তুমি গ্রীবার আড়াল থেকে নাম ধরে ডাক দিলে! উড়ন্ত নামের পেছনে ঝাপ দেই ঝাপ দেই ঝাপ দেই আমার প্যারস্যুটের রশি ছিঁড়ে গেছে মুনা তুমি কি কুলচেষ্টার হতে নিরাপদে বাড়ি ফিরেছো! ---------------------------------------------------------------------------------- নমুনা- ০৫ তোমার কোমরে উড়োজাহাজের উল্কিটি আগের মতোই কি আছে! পেটিকোটের উপর হতে জাহাজটি প্রায়শ পিঠ বেয়ে বেয়ে ডুবে যেতো বিপুলা হৃদপিণ্ডে। সুরাইয়া, তুমি কিন্তু কোনোদিন বলোনি- ঐ জাহাজে কী ছিলো? লাল পূর্ণিমা না কি শঙ্খবিষ! গেল বছরই তো মুরিদানী নিলে মিঠাছড়া বিশ্বদরবারে।

আমি কিন্তু অন্য কারো পিরাকী গ্রহণ করিনি; বাসরশয্যা গ্রহণ করেছি শিলিগুড়ি বধ্যভূমিতে। সুরাইয়া, তুমি কি করুণা করে একবার জাহাজ হতে নামবে! আমার নতুন বাড়িটার সামনে বিশালায়ত স্তনভূমি আছে। তুমি কি একবারও দেখে যাবে না দুধের কঙ্কাল! নমুনা-০৬ তোমাকে জানতে চাই লাবণ্য সিঁড়ি বেয়ে বেয়ে পেরিয়ে যাবো ময়ূর বেষ্টনী এই তো ভাঙ্গা মুখচ্ছবি আমার, বিবিধ বোতলের খোসা। দেয়ালগুলো ঐদিকে সরিয়ে দাও ঘাম থেকে হঠাৎ দাঁড়াবে তাহমিনার ঘোড়া। টাইগারব্রান্ড গুড়া মসলার অধিক তোমাকে জানতে চাই জেনে জেনে জানোয়ার হতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।