ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
বাংলাদেশে আমার মতন আছেন যত ভুদাই,
আর্জেন্টিনার সাপোর্ট করেন মিছামিছি হুদাই।
হাত দিয়ে গোল করে একবার জিতেছিল চামে চামে,
বাতিস্তুতা ক্যানেজিয়া কেউ লাগে নাই কোন কামে।
‘শৈল্পিক খেলা’ না খেলে ব্যবহার করে পেশি,
এই বিশ্বকাপে তাদের আশা একমাত্র মেসি।
আর্জেন্টিনার খেলা দেখে সময় হবে নষ্ট,
প্রথম রাউন্ড শেষ হলেই তারা পাবে কষ্ট।
দ্বিতীয় রাউন্ড উঠতে পারাই ওদের জন্য বেশি,
দুঃখে আত্মহত্যা করবে অনেক ভুদাই বাংলাদেশী।
তারচেয়ে বরং আপনারা আসেন ব্রাজিলের দলে,
‘ব্রাজিলই সবার সেরা’ একথা ইতিহাস বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।