আমাদের কথা খুঁজে নিন

   

বাগেরহাটে কব্জি কেটেছে যুবকের

সোমবার সকালে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকায় এ ঘটনায় আরো দুইজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় খারদ্বার এলাকার শেখ আব্দুর রবের ছেলে রাজু শেখ (২৫), আবুল বাশার ওরফে বাবুল খানের ছেলে মিঠু খান (২২) এবং প্রয়াত আসাদউজ্জামান খানের ছেলে বদিউজ্জামান খানকে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পরপরই প্রতিবেশী জুয়েল খানের (৩৫) পরিবার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আশিকুর রহমান বলেন,  রাজু ও জুয়েল প্রতিবেশী ও পরষ্পরের আত্মীয়। সকালে বাড়ির সামনে কথা বলার সময় জুয়েলকে গালাগাল করেন রাজু।


এর জেরে দা নিয়ে রাজুকে এলোপাথাড়ি কোপান জুয়েল। রাজুকে বাঁচাতে এলে প্রতিবেশী মিঠু ও বদিউজ্জামানও আহত হন।
পরে লোকজন তাদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পরপরই জুয়েলের পরিবার ঘরে তালা দিয়ে পালিয়ে যায় বলে জানান এসআই আশিকুর।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কুহেলী বেগম বলেন, রাজুর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে এবং ডান হাতের একটি আঙুল কেটে গেছে।


বদিউজ্জামানের পেট এবং মিঠু খানের ডান হাতের কনুই মারাত্মক জখম হয়েছে।
অবস্থা আশংকাজনক হওয়ায় দুপুরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।