আমাদের কথা খুঁজে নিন

   

দেশে কি এখনও এই রকমের ভূদাই আছে? (এক ভন্ড পীরের কান্ড)

আমি শুধু তোমাকেই ভালবাসি অনেক আঁধার আমাকে ছিন্নভিন্ন করেছে। নীল হয়েছে আমার শিরা উপশিরা । তবু - তবু, আমি শুধু তোমাকেই ভালবাসি । তোমাকেই শুধু তোমাকেই -

এক ব্যবসায়ীর নগদ ২০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে এক ভন্ডপীর। গতকাল বুধবার দুপুর ১টায় হবিগঞ্জ জেলার, আজমিরীগঞ্জ থানার, পরিচয় দিয়ে বিভিন্ন জনের নিকট থেকে নগদ টাকাসহ চাল ডাল কৌশলে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কখনও কোন ব্যক্তির হাত ও শরীরে ঝাড়ফুক, পানি পড়া দেয় এবং ভবিষ্যৎ বাণী বলতে থাকে। এসব দেখে আজমিরীগঞ্জ উপজেলা সদরের পুকুরপাড় গ্রামের উত্তান কুড়ির ছেলে রিপন কুড়ি (২৫) সহজ সরল মনে ভন্ড পীরের প্রতি আকৃষ্ট হয়। সে সরল মনে ওই ভন্ডপীরকে তার বাড়িতে নিয়ে যায়। পীর বাড়ির সবাইকে কিছু ভবিষ্যৎ বাণী শুনিয়ে আরও বেশী আকৃষ্ট করে তুলে। রিপন কুড়ির বোনকে তুলসী পাতা ও আম পাতা আনার জন্য বলে এবং তার মাকে এক গ্লাস পানি আনতে বলে।

পানি আনার পর ওই ভন্ডপীর গ্লাসের পানি রিপন ও তার মাকে খাওয়ার জন্য বলে। সরল মনে খেয়ে ফেললে রিপন ও তার মায়ের মাথায় ঝিম ধরে। পরে ব্যবসায় উন্নতি এবং তার ঘরে রক্ষিত টাকা দ্বিগুন হবে বলে ভন্ডপীরের তাদের জানায়। ভন্ডপীরের কথামত তারা টাকার বাক্স আনেন তার সামনে। টাকার বাক্স ভন্ডপীরের সামনে আনার পর রিপন ও তার মাকে চোখ বন্ধ করার কথা বলে।

তারা চোখ প্রায় ৫ মিনিট বন্ধ করে রাখার পর বাক্সে তালা দেওয়ার জন্য বলে এবং এই তালাটি সাতদিন পর খুলার পরামর্শ দেয় ভন্ডপীর। রিপন ভন্ডপীরের কথামত বাক্সের তালা বন্ধ করে দেয়। পরে ভন্ডপীর বলে আমার নামাজের সময় হয়ে গেছে আমি নামাজে চলে যাব বলে রিপনকে সাথে নিয়ে বাজারে আসে এবং বলে তুমি আমার জন্য মোমবাতি ও আগর কিনে দিয়ে বাড়ি ফিরে যাও। রিপন বাড়িতে ফিরলে পাড়া পড়শী কৌতুহলী হয়ে রিপনকে বাক্স খোলে দেখার জন্য বলে। রিপন বাক্স খোলে দেখে বাক্সে রক্ষিত ২০ হাজার টাকা নেই।

নগদ টাকার বদলে কিছু টুকরো কাগজ বাক্সে ভিতর দেখা যায়। রিপনের পরিবারের লোকজন টাকা হারিয়ে হতভম্ব হয়ে যায়। পরে ভন্ডপীরকে খোঁজতে গেলে কোথাও পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় নানা আলোচনার ঝড় বইছে। সূত্র দৈনিক খোয়াই



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.