soroishwarja@yahoo.com
ইমেইলে আমাকে এ ছবিগুলো পাঠানো হয়েছে। আমি প্রথমে ভেবেছি ভুয়া জিনিস। পরে দেখি ডেইলি মেইল পত্রিকা একে নিয়ে একটা স্টোরি করেছে। এর বয়স ২ বছর। নাম আরদি রিজাল।
বাড়ি ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের মুসি বানিউয়াসিনে। পোলাটার এই বদ খাসলত নিয়ে ওর মা ডায়ানা (২৬) খুব চিন্তিত। কান্দে আর বলে: ছাড়াতে পারি না। সিগারেট না পেলে ক্ষেপে যায়, চেঁচামেচি করে, দেয়ালে মাথা ঠুকে। পোলার বাপের নাম মোহাম্মদ।
৩০ বছর বয়সী জেলে বাপই কয়েক মাস আগে আরদি রিজালকে সিগারেট খাওয়া শিখিয়েছে। যে ব্র্যান্ডের সিগারেট খায় সেটার দাম একটু বেশি। দিনে তার ৪০টার মতো লাগে। দিনে মোট ব্যয় ৪ পাউন্ডের মতো।
ছেলের এই সর্বনাশের কথা জানতে চাইলে বোকাচোদা বাপটা দাঁত কেলিয়ে বলে: ও তো বেশ ভালো আছে।
আমি তো কোনো সমস্যা দেখছি না। ওর হারামজাদা বাপটার পাছার মধ্যে যদি দুইটা লাথি কষানোর সুযোগ পাইতাম!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।