<<মধ্যরাতের হাইওয়ে>>
জীবনে প্রথম কবিতার মত করে কিছু একটা লিখলাম। যদিও জানি কিছুই হয়নি। তারপরও !! তবে এর জন্য সম্পূর্ণ ধন্যবাদ পাবার যোগ্য "লালসালু"। কেননা, তার কাব্যিক প্রতিভা দেখে আমি লিখার সাহস পাইলাম। সেজন্য লালসালুকে আবারও ধন্যবাদ।
মেসি এবং তার গুরু
কিয়াল্লাইগা আইলাম আমি বিশ্বকাপ খেলতে
পারলাম না আমি , গুরুর আদেশ মানতে।
গুরু কয়ছিল, ওরে বাছা মেসি রে মেসি
পারবিনা কি একটাও হাত দিয়া গোল করতি!
মনে মনে কই আমি, গুরু আমার গুরু
তুমিতো গুরু নও আসলে একটা গরু !
কই '৮৬ আর কই '১০ ?
তুমি আবার গুরু
পার্থক্যটাও বুঝলানা
তুমি গাধা না গরু ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।