আমাদের কথা খুঁজে নিন

   

‘মুচলেকার রাজনীতি বিএনপি মানবে না’

সোমবার দুপুরে এক মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “গতকাল (রোববার) স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সভা-সমাবেশ একমাস বন্ধ থাকবে। তার ওই বক্তব্যের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু সরকার বিরোধী দলকে রাজনীতি করতে দেবে, নাকি বাকশালী কায়দায় দেশ চালাবে- তা অস্পষ্ট। ”
রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, “যারা সমাবেশের অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেয়, জনসাধারণের ওপর অত্যাচার করে, সভা-সমাবেশের নামে গাড়ি ভাংচুর করে, দোকানপাটে আগুন দেয়- তাদের বা কোনো দলকে একমাস সমাবেশ করতে দেয়া হবে না। ”
এরপর রাতে মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়, কোনো দলের কর্মসূচিতে জানমালের ক্ষতি বা নাশকতার আশঙ্কা থাকলে তাদের সমাবেশ করার অনুমতি দেবে না সরকার।

তবে ‘সাধারণ’ সভা-সমাবেশে সরকারের আপত্তি নেই।
এর প্রতিক্রিয়ায় মঈন খান বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, বিএনপি নাকে খত দিয়ে কিংবা মুচলেকা দিয়ে রাজনীতি করার নিয়ম মেনে নেবে না। অনুমতি নিয়ে সভা-সমাবেশ করতে হবে- এটা কোনো গণতান্ত্রিক দেশের সংবিধানে নেই। রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি।


সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত আরোগ্য কামনায়  নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
গত ১৪ মে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান ফখরুল । সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
সরকার পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশে সংকট সৃষ্টি করেছে অভিযোগ করে মঈন খান বলেন, "আমি সরকারকে বলব, নির্দলীয় সরকারের বিধান সংবিধানে আবার সংযোজন করে নির্বাচন দিন।

আপনারা ওই নির্বাচনে জিতলে আবার ক্ষমতায় যাবেন। তাহলে কেনো নির্বাচন ও জনগনের ভোটকে ভয় পাচ্ছেন?"
নির্বাচনের সময়ে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অন্তর্বতীকালীন সরকারের সরকারি দলের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, "সরকারের মেয়াদ শেষ হলে সংসদ ভেঙ্গে যায়। ইংল্যান্ডে প্রধানমন্ত্রী পদত্যাগের পর পার্লামেন্ট ভেঙ্গে দেয়া হয়। এরপর যে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় থাকেন না। অন্তর্বতীকালীন সরকার কখনোই নির্বাচিতদের নিয়ে করার সুযোগ নেই।

"
দোয়া মাহফিলে দলের সহসভাপতি সেলিমা রহমান, মহানগর সদস্য আবদুস সালাম, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারন সম্পাদক শিরিন সুলতানা, সহসভাপতি রাবেয়া সিরাজসহ মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।