আমাদের কথা খুঁজে নিন

   

মুচলেকার বিষয় পরিষ্কার করুন: ফখরুল

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এবং আজ আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বলেছেন, তিনি নাকি মুচলেকা ভঙ্গ করেছেন। এই অপরাধে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
“আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, তারেক রহমান কখন, কাকে, কবে ও কিসের মুচলেকা দিয়েছেন তা জাতির কাছে পরিষ্কার করুন। ”
বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানান, লন্ডনে জনসভায় অংশ নিয়ে সেখানে রাজনৈতিকভাবে বিকৃত বক্তব্য উপস্থাপন করে তারেক রহমান তার মুচলেকার শর্ত লঙ্ঘন করেছেন। সক্রিয় রাজনীতি করবেন না এমন শর্ত দিয়ে তারেক বিদেশ গিয়েছিলেন।


জরুরি অবস্থার সময় গ্রেপ্তার তারেক উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যান। এক ডজনেরও বেশি মামলা মাথায় নিয়ে স্ত্রী-সন্তাননসহ তিনি এখনো সেদেশে রয়েছেন।
ফখরুল অভিযোগ করেন, “যার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ভাবমূর্তি বিনষ্ট করার জন্য একটি চক্র এই অপপ্রচারে লিপ্ত রয়েছে। ”
রাজনৈতিক বিষয়গুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “১/১১-এ অসুস্থ হয়ে তারেক রহমান উচ্চ আদালতে আদেশে চিকিৎসার জন্য লন্ডন গেছেন।

তিনি এখনো সুস্থ হননি। যখন তিনি সুস্থ হবেন, আমরা যখন প্রয়োজন মনে করব, তখনই তিনি দেশে ফিরে আসবেন। রাজনীতি করবেন। ”
নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।