আমাদের কথা খুঁজে নিন

   

মুচলেকার শর্ত ভেঙ্গেছে তারেক: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “সক্রিয় রাজনীতি করবেন না এমন শর্ত দিয়ে তারেক বিদেশ গিয়েছিলেন। চলমান মামলা এবং মুচলেকার শর্ত লঙ্ঘনের দায়ে তাকে দেশে এনে বিচারের সম্মুখীন করে শাস্তি দেয়া হবে। ”   
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীন নতুন চারটি থানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার তারেক উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যান। এক ডজনেরও বেশি মামলা মাথায় নিয়ে স্ত্রী-সন্তানসহ তিনি এখনো সেদেশে রয়েছেন।


মহীউদ্দীন খান আলমগীর বলেন, “তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক অপরাধী হিসেবে স্বীকৃত হওয়া সত্ত্বেও এখান থেকে মুচলেকা দিয়ে বিদেশে চলে যান।
“সে  মুচলেকায় লেখা ছিল পরবর্তী সময়ে তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন না। তিনি একটি ভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন এবং যে মুচলেকা দিয়েছেন তা বাংলাদেশ সরকারকে দিয়েছেন। ”
মন্ত্রী বলেন, “আমি মনে করি লন্ডনে একটি জনসভায় অংশ নিয়ে সেখানে রাজনৈতিকভাবে বিকৃত বক্তব্য উপস্থাপন করে তারেক রহমান তার মুচলেকার শর্ত লঙ্ঘন করেছেন। ”
গত ২০ মে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির নেতাদের নিয়ে এক বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে চাপ দিতে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।


পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানকারী তারেক রহমানের সেটিই ছিল প্রথম প্রকাশ্য সভা। ওই সমাবেশের পর তারেককে দেশে ফিরিয়ে আনার দাবি জানান ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা।
উদ্বোধন হওয়া নতুন চারটি থানা হলো- সদরঘাট, চকবাজার, আকবর শাহ ও ইপিজেড। এই চারটিসহ সিএমপি’র থানা সংখ্যা দাঁড়িয়েছে ষোলটি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।