আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরে পাকিস্তানী সামরিক জান্তা দ্বারা আক্রান্ত পুণ্য মাতৃভূমি ও মুক্তিযুদ্ধ



একাত্তরে পাকিস্তানী সামরিক জান্তা দ্বারা আক্রান্ত পুণ্য মাতৃভূমি ও মুক্তিযুদ্ধ একাত্তরে পাকিস্তানী সামরিক জান্তা শত্রূদ্বারা আক্রান্ত স্বর্গভূমি-জন্মভূমি। অস্ত্র না ধরে কেমনে থাকে বলো না নিরস্ত্র বাঙলার তেজস্বী তরুণ-তরুণী। স্বর্গভূমিতে দেখেছি তাজা শোণিত নিরন্তর হচ্ছিল শোণিত প্রবাহিত। মুক্তিসেনারা না হয়ে ভীত-শংকিত গর্জে ওঠে শত্রূকে করে হতচকিত। পাকিস্তানী হায়েনার দল হয়ে স্তম্ভিত থরহরি পশুর দল হয়ে প্রকম্পিত করেছিলো শত্রূ দলে বলে মাথা নত। পৌঁছে পশুত্বের খবর দেশ-দেশান্তরে নরপশুর ঘৃণ্য আচরণ পৌঁছে বিশ্ব দরবারে। আশ্রয় নেই পার্শ্ববর্তী দেশ ভারতে বিশ্ব আগায় দ্রূত বাঙালি জনতার পাশে। চলবে.....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.