ডুবোজ্বর
হার্ট ক্রেন একজন আমেরিকান কবি। জন্ম ১৮৯৯ সনের ২১ জুলাই। এবং মাত্র ৩২ বছর বয়সে আত্মহত্যা করে জীবনযন্ত্রণার পরিসমাপ্তি ঘটান। তিনি সমকামী ছিলেন। তার কবিতায় দুর্বোধ্যতা আছে, কিন্তু পড়তে অসুবিধা হয় না।
তিনি এই কারণে গুরুত্বপূর্ণ যে আধুনিক মার্কিন কবিতায় তার প্রভাব বিস্তারিত।
অনুবাদ:
মেলভিলের সমাধিতে
মধ্যে মধ্যে ঢেউয়ের তলে এইসব পাহাড় হতে দূরে
সে দেখছিলো ডুবে যাওয়া মানুষের হাড়ের ঘুঁটি
দূতাচারে লিপ্ত। সে দেখলো যখন-- ধূলিধূসর তীরে
আছড়ে পড়ে পড়ে তারা ঝাপসা হয়ে গেছে।
আর নিঃশব্দে ছেড়ে গেছে ঝড়ে বিনষ্ট জাহাজ
অকৃপণ ফিরিয়ে দিয়ে গেছে মৃত্যুবসন
একটি এলোমেলো অধ্যায়, ভস্মনীল চিত্রলিপি,
শঙ্খের করিডোরে অশুভ আঘাত।
তারপর একটি বিশালাকার কুণ্ডলের শান্ত ঘুরপথে,
ইহার মোহন প্রহার এবং অবশেষে দ্বেষের অবসান,
ওখানে তুষারঢাকা চোখ তোলে পুজোর বেদী;
এবং নীরব উত্তরগুলি চুপিচাপ পেরিয়ে যায় নক্ষত্রদল।
কম্পাস, কোয়াড্রান্ট, সেক্সট্যান্ট আর প্রকৌশল
করে না স্রোত... গাঢ়নীল তরঙ্গচূড়ায়
শোকের মাতম জাগাবে না নাবিকটাকে।
এই অপার্থিব ছায়াকে কেবল সমুদ্র ধরে রাখে।
---------------------------------------------------------------
মূল:
At Melville’s Tomb
Often beneath the wave, wide from this ledge
The dice of drowned men’s bones he saw bequeath
An embassy. Their numbers as he watched,
Beat on the dusty shore and were obscured.
And wrecks passed without sound of bells,
The calyx of death’s bounty giving back
A scattered chapter, livid hieroglyph,
The portent wound in corridors of shells.
Then in the circuit calm of one vast coil,
Its lashings charmed and malice reconciled,
Frosted eyes there were that lifted altars;
And silent answers crept across the stars.
Compass, quadrant and sextant contrive
No farther tides ... High in the azure steeps
Monody shall not wake the mariner.
This fabulous shadow only the sea keeps.
------------------------------------------------------
Hart Crane:
http://en.wikipedia.org/wiki/Hart_Crane
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।