কারে বলি-
এই যে, কেউ কি আছেন?
থাকলে আওয়াজ দিন
থাকলে দাবী শোনেন,
আর কোন দিবস চাইনা
চাই নিরাপত্তা,
আর কোন ভাঁঙ্গন চাইনা
চাই নিরাপদ নির্মাণের নিশ্চয়তা,
আর কোন ত্রাণ চাইনা
চাই সুন্দর মৃত্যুর পথ।
কারে যে বলি.
শোনার কি কেউ আছে!
নিমতলীতে কোন স্মৃতি সৌধ নয়,
নিমতলীতে কোন শোক র্যালি নয়,
নিমতলীতে কোন বক্তৃতা নয়,
নয় কোন মায়া কান্নার রাজনীতি।
কসম খোদার নিমতলীর অগ্নিকাণ্ড নিয়ে
যদি একটি শ্লোগান হয়...
গোটা বাংলা নিমতলী বানাবো
গোটা বাংলায় বইবে রক্তের হলি।
আমি নিতলীর কালি অঙ্গে মেখে নিলাম
আমি নিমতলীর কান্না চোখে ভরে নিলাম
আমি নিমতলীর লাশের স্তুপ বুকে বেঁধে নিলাম
আমি নিমতলীর আগুনে আগ্নেয়গিরি হলাম।
শোনেন মন দিয়ে শোনেন
বহুতল ভবন ধ্বসে যাওয়ার আওয়াজ,
শোনেন কান পেতে শোনেন
নিমতলীর লেলিহান শিখার আওয়াজ
একটি কথায় যেন উচ্চারিত-
এত কিছু পারো দায়িত্বশীল কেন হতে পারোনা?
০৪/০৬/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ
রাত ৯টা ৫০ মিনিট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।