আমাদের কথা খুঁজে নিন

   

জিম্বাবুয়ের ক্রিকেটের পুনর্জাগরন এবং বাংলাদেশ



গতকাল জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ক্রিকেটে জিম্বাবুয়ে ভারতকে সাত উইকেটে হারিয়েছে । ওডি আই তে এধরনের অঘটন ঘটতেই পারে । আর তাছাড়া ভারত এই টুর্নামেন্টে একটি দ্বিতীয় সারির দল পাঠিয়েছে । কিন্তু তারপরও জিম্বাবুয়ের এই জয়টা শুধুই একটি অঘটন নয়, আরো অনেক কিছুই । কেন জিম্বাবুয়ের এই জয়টা তাৎপর্যপূর্ন , তা ব্যাখ্যা করা যাক : ১. এটা ভারতরে বিপক্ষে তাদের এই টুর্নামেন্টেই টানা দ্বিতীয় জয় ।

ভারত যতো দুর্বল দল পাঠাক - ভারত তো - ভারতের এ দলের বিপক্ষেও টানা দুই ম্যাচ জেতা জিম্বাবুয়ের জন্য বিরাট ব্যাপার নয় কি? ২. জিম্বাবুয়ে এই ম্যাচ জিতছে ১১ ওভার ৪ বল হাতে রেখে । অর্জন করে নিয়েছে ১টি বোনাস পয়েন্ট । এর ফলে টুর্নামেন্টের ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে গেলো তাদের জন্য । ৩. এই খেলাটা যারা দেখেছেন , তারা নিশ্চয়ই স্বীকার করে নিবেন , জিম্বাবুয়ের খেলা দেখে তাদের ক্রিকেটের স্বর্নযুযের কথা মনে পড়েছে । ভারত স্রেফ ওড়ে গেছে তাদের সামন ।

৪. কোনো সন্দেহ নেই, এটা তাদের টেস্ট স্ট্যটাস ফিরে পাওয়ার ক্ষেত্রে জোরালো দাবী জানাতে সাহায্য করবে। বেশ অনেকদিন যাবৎ জিম্বাবুয়ের ক্রিকেটের পুনর্জাগনের কথা শোনা যাচ্ছে । গত টুয়েন্টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তারা হারিয়েছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে । ওডিআই তে কয়েকদিন আগেই হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে । কিন্তু একদিন ভালো খেল্ লে আবার দীর্ঘদিন তারা আবার পুরনো অবস্থায় ফিরে যায় ।

এবার তারা ধারাহিকতার প্রমান রাখলো । বাংলাদেশ প্রসঙ্গঃ জিম্বাবুয়ে যদি টেস্ট স্ট্যাটাস ফিরে পায় , প্রাথমিকভাবে তা বাংলাদেশের জন্য সুখবর । কারন, তাহলে সামমানের প্রতিপক্ষ পেয়ে বছরে কয়েকটি টেস্ট জেতার আশা করাই যায় । টেস্টে বাংলাদেশের জয়ের সংখ্যা বাড়লে তা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস রক্ষায়ও রক্ষাকবচ হবে । খেলোয়াড়দেরও আত্মবিশ্বাস বাড়বে ।

অন্ততঃ হারার অভ্যাস থেকে মুক্তি পাবে । যা আলটিমেটলি , বড় প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের অনুপ্রেরণা যোগাবে । কাজেই , চলুন আমরাও জিম্বাবুয়ের পুনর্জাগরনকে স্বাগত জানাই । জয় জিম্বাবুয়ে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.