আমাদের কথা খুঁজে নিন

   

দেড় শ পেরোলো না জিম্বাবুয়ের ইনিংস

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে ক্রমশই যেন দুর্বল হচ্ছে জিম্বাবুয়ে। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভারই ব্যাটিং করেছিল স্বাগতিকরা। পেরিয়েছিল ২০০ রানের কোটাও। কিন্তু এরপর যেন আর দাঁড়াতেই পারছে না ব্রেন্ডন টেলরের দল। তৃতীয়টিতে ১৮৭ রানে গুটিয়ে যাওয়ার পর আজ চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৪৪ রানে।

৫০ রানে অপরাজিত থেকে প্রায় একাই লড়াই চালিয়েছেন এলটন চিগুম্বুরা।

টসে হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ১৬ ওভারে মাত্র ৪৭ রান জমা করতেই হারায় পাঁচটি উইকেট। একে একে ফিরে যান সিকান্দার রাজা (৭), হ্যামিলটন মাসাকাদজা (১০), টেলর (০), শেন উইলিয়ামস (০) ও ভুসি সিবান্দা (২৪)। ষষ্ঠ উইকেটে বেশ ভালোই প্রতিরোধ গড়েছিলেন ম্যালকম ওয়ালার ও চিগুম্বুরা।

তাঁদের এই জুটি থেকেই এসেছে ৮০ রান। ৩৭তম ওভারে অভিষিক্ত মোহিত শর্মা ওয়ালারকে আউট করার পর আর দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। ৬ উইকেটে ১২৭ থেকে পরবর্তী ৭ ওভারের মধ্যেই জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ১৪৪ রানে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.