আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে সংবাদপত্র পর্যাপ্ত স্বাধীনতা ভোগ করছে: প্রধানমন্ত্রী



মাহফুজ কামাল : বাংলাদেশে সংবাদপত্র পর্যাপ্ত স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার গণতান্ত্রিক মুল্যবোধ ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত জেমস এফ মরিয়ার্টি সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কাযার্লয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। সংসদীয় গণতন্ত্র জোরদার করতে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সবসময়ই সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেয়ায় এদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। পাশাপাশি এ দেশে সব ধর্মের মানুষ পুর্ণ স্বাধীনতা ভোগ করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডে আরো বেশি পরিমাণে মার্কিন বিনিয়োগের আহবান জানান। গ্যাস, কয়লাসহ খনিজ সম্পদ উত্তোলনের ব্যাপারেও তারা কথা বলেন। জেমস এফ মরিয়ার্টি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। আরটিএনএন ১২৩৪৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.