তারা ভরা রাতের নিষাচর...
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার দক্ষিণ বেগুনবাড়িতে আজ বুধবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ক্রসফায়ারে রায়পুরা সেলিম ওরফে সেইল্যা ও জব্বার নামে দুই যুবক নিহত হয়েছেন।
র্যাব-২-এর ক্যাপ্টেন আবু খালিদ আল মামুন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁদের একটি দল গাড়িতে করে যাচ্ছিল। দলটি দক্ষিণ বেগুনবাড়ির হাতিরঝিল প্রকল্পের কাছে পৌঁছলে একদল সন্ত্রাসী গাড়ি দেখে বেগুনবাড়ির কাঁচা রাস্তার দিকে দৌড় দেয়। এ সময় র্যাবের সদস্যরা তাদের ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে রায়পুরা সেলিম ও জব্বার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সরদার ইউনুছ আলী প্রথম আলোকে বলেন, দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনি দুজনের লাশ উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, নিহত দুজনের নামে তেজগাঁও থানায় ১০-১২টি মামলা আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।