জীবনকে সহজভাবে দেখার চেষ্টা করি
আগেই একটা post দিয়েছিলাম Destiny 2000 নিয়ে। আমার রুমে Destiny রুমমেট সিনিয়র ভাই খুব pain দিচ্ছে। আজকেও যথারীতি চলছে নতুন ভর্তি হওয়া ছেলেপুলের মগজধোলাই। সদ্য কলেজ পেরুনো কিছু ছাত্র,পৃথিবীর নির্মম স্বার্থপরতা বুঝে উঠার আগেই কিছু লোভী মানুষের কবলে পরে কেবল যে তাদের সময় ও অর্থই অপচয় হবে।
যাহোক মূল প্রসঙ্গে আসি,কিছুক্ষন আগে ভাইয়া এক নব্য জয়েনকৃত মেম্বারকে বুঝাচ্ছে”তোমার নিচে যারা যোগ দিবে তাদের যত বিরক্ত করবা তত ভালো।
তারা যত বিরক্ত হবে তুমি ভাববা তুমি তত সফল। ফোন দিবা যখন তখন,না ধরলে,যতক্ষণ ধরবেনা ততক্ষণ দিতেই থাকবা। ”
এই হল অবস্থা। ভুলেও এদের চাপে পরে জয়েন করবেন না,ভাববেন না যাক কয়টা টাকা গেলেও এদের যন্ত্রনা থেকে মুক্তি পেলেন,বরং যন্ত্রনা আরো কয়েকগুণ বেড়ে যাবে। নিজে destiny থেকে দূরে থাকুন,পরিচিতদের দূরে রাখুন।
আর কেউ এই Destiny সম্পর্কে বোঝাতে এলে এমন এক থাপ্পর দেন যাতে সে আপনার সামনে আর কখনো destiny দূরে থাক d ও উচ্চারণ করার সাহস না পায়।
পূর্ববতী লেখার লিঙ্কঃ
Destiny নিয়ে pain এ আছি...হেল্পান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।