আসুন সকল বাধা ভেঙ্গে নতুনের গান গাই
শিক্ষা জীবনে কতগুলো বছর পেরিয়ে আজ কোন এক শিক্ষাঙ্গণে জ্ঞান অর্জনে ব্যাস্ত, সেশন জটের করালগ্রাসে বন্দী হয়ে আদুভাই হয়ে থাকলেও যেন কেউ দেখার নেই, শিক্ষাঙ্গণে সন্ত্রাস ক্রমাগত ভাবে এতই বাড়ছে যে বেচেঁ আছি তাই যেন অনেক চিন্তার বিষয়। বাংলাদেশের প্রশাসণ কি আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবেন?? বাবা মা যে আশা করে সন্তান কে পড়ালেখা করতে পাঠান ছাত্ররাজনীতির করাল গ্রাসে হজম হয়ে সে দেশের আবর্জণায় পরিণত হয়, আর যারা ভালো ভাবে সুষ্ঠু ভাৃবে পড়ালেখা চালিয়ে যেতে চায় তারা হয় সেশন জটের করালগ্রাসে বন্দী । এ থেকে কি আমাদের মুক্তির কোন উপায় নেই??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।