আসলান
১। সর্বপ্রথম উপদেশ হল ব্রাউজ করবেন Mozilla Firefox, প্রধান কারণ হল AdBlock Plus ব্যবহার করতে পারার সুবিধা।
Adblock Plus এর AddOn টি আপনার firefox এ নিচের লিঙ্ক থেকে সংযোজন করতে পারবেন-
AdblockPlus
আর যদি একান্তই স্বদিচ্ছায় ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে চান, তার জন্যও প্রোটেকশন রয়েছে। সেক্ষেত্রে নিচের এড'অন টি ইন্সটল করতে হবে।
Simple Adblock
আর অবশ্যই ইন্টারনেট এক্সপ্লোরার ভারশন ৮ ইউজ করবেন।
২। এরপর আপনার প্রয়োজন Spyware Blaster নামক নিরব প্রতিরোধ যন্ত্র, যা কিনা আপনার অযান্তেই ফায়ারওয়াল এর মত প্রতিরোধ করবে। প্রতিকার এর চেয়ে প্রতিরোধই স্রেয়। আর এই সফটওয়্যারটি একমাত্র জনপ্রিয় ব্রাউজারের মধ্যে ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরার কেই সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই কারনেই আপনাকে এই দুটো ব্রাউজারের যেকোনো একটি ব্যবহার করতে হবে। আমার মতে ফায়ারফক্স ব্যবহার করাই শ্রেয়।
৩। এরপরও স্পাইওয়্যার আপনার পিসিতে ঢুকে পরলে প্রতিকার রূপে ব্যবহার করুন Super Antspyware ।
৪। এইবার Antivirus হিসেবে Avast, Avira, Nod32, AVG এর যে কোনো একটি ব্যবহার করতে পারেন।
কিন্তু আমি বলব Avast ব্যবহার করুন, এর কিছু অনন্য বৈশিষ্টের কারণে।
ব্যবহার করলেই বুঝতে পারবেন।
বিঃদ্রঃ কখনোই Fake Registration Patch দিয়ে ফ্রি anti-virus গুলো ইন্সটল করবেন না, এতে আপনার পিসি উলটো ভাইরাস আক্রান্ত হয়ে পড়বে।
এই হলো আমার টোটাল প্রোটেকশন। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।