'বাংলাদেশ' হইলো আজ ৩৮ বছরে। ৭ কোটি বাংলাদেশী হইলো ১৫ কোটি। এ ১৫ কোটির মধ্যে একজনও এতিদন পারে নাই এভারেষ্ট এর চুড়ায়। মুসা ইব্রাহিম নামের ৩০ বছরের এক তরুন তা করে দেখালো। আমাদের সাদুবাদ জানানো প্রয়োজন, গর্বে আমাদের বুক উচু করে চলার কথা, আনন্দে ধেই ধেই করে নাচার কথা।
নাচলামও। কিন্তু অবাক হয়ে দেখেছি সামান্য কিছু মানুষ মুসার বিরুদ্ধে লেগেছে। প্রথমে তারা এভারেষ্ট বিজয় সম্পর্কে সন্দে করেছে। এবারঅফিসিয়াল স্বীকৃতি মেলার পর নানাভাবে মুসার বদনাম করছে। আজ সামুর মুসা দেশে ফেরা সংক্রান্ত এক পোষ্ট এ দেখলাম একজন মাইনাস দিয়েছে।
জানি ব্যন খাবার ঝুকি আছে তবু যারা দেশের এক তরুনের মহান এ বিজয়কে যারা কলংকিত করতে চায় তাদের প্রতি একদলা থুথু দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।