আমাদের কথা খুঁজে নিন

   

নিসঙ্গ পেয়ালা



নিসঙ্গ পেয়ালাটা মদে পরিপুর, পড়ে আছে টেবিলের ধারটায় - আমি শুধু সঙ্গী তার শামুকের মতো আশ্চর্য জীবন চাই। উৎসবে যোগ দিইনি আমি; নাচ গান বাজির হল্লা ক্লান্ত করে আমায়!ঢের ভালো রাতভর পুরনো পিয়ানোয় তান তোলা পেয়ালা হাতে নদী ধারের সেই মাঝিটার সাথে চাঁদের মরণ দেখা। চাঁদ মরতে মরতে ফিরে আসবে সকাল নিদ্রিত উৎসবে উন্মত্ত সাহারাটা ... আমার কণ্ঠে দুলবে পানীয় পানের শরাব আহবানের টুং টাং,বেচেঁ যাও শুধু নিজের মতো,কাউকে ঘাটিয়োনা; আপনার ধন হেলায় হারালে ফিরে পাবেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।