আমার ভুবন কান পেতে রয় ... ... দ্বীপ নিভে যায় সকলই ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া
প্রথম ইনিংসে মিডল এবং লেট অর্ডাররা চরম ব্যর্থতার পরিচয় দিলেও দ্বীতিয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে তামিম কায়েসরা। ফলোঅন করতে নেমে তামিম-কায়েসের ১৮৫ রানেন পার্টনারশীপ এর পর ধারাভাষ্যকারদের কয়েকটা কথা যেন হৃদয়ে শীতল বাতাস বইয়ে দিল। “নো ব্যাড বোলিং, নো লাক অনলি ট্যালেন্ট অব দিজ বাংলাদেশী ওপেনারস” কথাগুলো বলছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। তামিমের সেঞ্চুরির পর তিনি আরো বললেন “দিস ইজ ওয়ান অব দ্য বেস্ট নক এভার প্লেইড ইন লর্ডস”।
বালাদেশ এর পরও হেরে যেতে পারে বা অন্য কিছুও হতে পারে কিন্তু যে স্ট্রং স্টেটমেন্ট ফলোঅন করতে নেমে তামিম কায়েস রেখে গেল তা সম্ভবত বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে এখনও কথা বলতে থাকা ব্রিটিশ প্রেস এবং অন্যদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ঠ। আমরা যে ভাল ক্রিকেট খেলতে পারি তার একটা নমুনা ভালভাবেই দেখানো গেছে। তামিম এবং কায়েসকে অভিনন্দন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।