কিছুদিন আগে একটা নোকিয়া ৫২৩৩ কিনলাম। দোকানে বলল এটা নোকিয়া ৫২৩০ মতোই শুধু থিজি না। তাই দামও কম।
এখন দেখি এই সেট এ জিপিএস অপশন থাকলেও জিপিএস চিপ নেই । কাজেই ম্যাপ নেভিগেশন (ফোনের অল্টিচাউড-ল্যাটিচিউড পাওয়া) নেটওয়ার্ক ছাড়া সম্ভব না ।
জিপিএস ওপেন করতে গেলে ব্লটুথ দিয়ে এক্সটার্নাল জিপিএস রিসিভার খোঁজে ।
এখন বলেন বাংলাদেশে ব্লুটুথ জিপিএস রিসিভার কৈ পাই?
আইডিবিতে ফোনাইলাম.. বলল ইস্টার্ন প্লাজাতে খোঁজ নিতে । ইস্টার্ন প্লাজাতে এক দোকানে ফোন দিয়ে জিপিএস রিসিভার কি বুঝাইতেই আমার অবস্থা কাহিল... ।
এখন আমারে কোন ভাবে হেল্পানো যায় কিনা ব্লগাররাই বলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।