দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন গুরুতর অসুস্থাবস্থায় ঢাকার স্কয়ার হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারিরীক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন চিকিৎসক। উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে তার স্বজনদের। আনোয়ার হোসেনের সুস্থ হওয়ার লক্ষণ না দেখায় মানসিকভাবে ভেঙে পড়েছে তার পরিবার। চিকিৎসা ব্যয় নিয়েও আছে দুশ্চিন্তা।তার স্ত্রী নাসিমা আনোয়ার বলেন, এই মুহূর্তে আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া জরুরি বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মত আর্থিক সামর্থ্য আমাদের নেই। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমার স্বামী যখন আজীবন সম্মাননা পান তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তাকে যেন স্মরণ করি। তিনি তার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি ফোন নম্বরও দিয়েছিলেন, কিন্তু তা আমি হারিয়ে ফেলেছি।
আজ সত্যিই আমি আমার স্বামীকে নিয়ে ভীষণ বিপদে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ আপনি আমার স্বামীকে বাঁচান। আপনিই পারেন আমার স্বামীর জীবন রক্ষা করতে। আপনার সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ' আনোয়ার হোসেন পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন এবং একাধিক বার জাতীয়সহ নানা সম্মানে ভূষিত হয়েছেন।
স্বাধীন দেশের প্রথম চলচ্চিত্র 'মানুষের মন' এ অভিনয় করেন এবং ভারতের সঙ্গে প্রথম যৌথ প্রযোজনায় রাজেন তরফদার-এর 'পালঙ্ক' ছবিতে অভিনয় করে পশ্চিমবঙ্গ থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেছিলেন। মুক্তিযুদ্ধেও তার অসামান্য অবদান রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।