আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"
তুমি আমার বৃষ্টি স্নাত গোধূলি
শান্ত ,আফসা নিরবতায়...
শান্তির নির্যাস
মনের অযাচিত এদিক-ওদিক আনাগোনায়
তুমি স্থির, অবলীলায় আঁকা
আমার মোনালিসা.....।
আকাশে কিছু রঙ,
বেদনার পাহাড় ঠেলে,এখনো তোমার অপেক্ষায়.।
তোমার আঁচল বুনে দিতে বলেছিলাম..।
দেখ; কত সুন্দর কিউ করে আছে...
কত বাধ্যগত
তোমাকে সাজাবে তারা..!
রাগ-অনুরাগের ভাষায় নয়
আমি তোমায় বুঝতে পারি অনুভবে ভালোবাসায়
প্রেম কী পোড়ায় ! বুঝতে পারি না,
শুধু জানি আর মানি
তোমাকে সাথে নিয়ে নিত্য ভাসাই তরী অজানায়............।
বি: দ্র: *("মুবারক রোডে আমার প্রেম" এ লেখায় এ কবিতাটা ছিল)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।