স্বরাজ ফেরিওয়ালা
ক্রমাগত পান্ডুর রাত্রী শেষে
শকুন চুর অন্তরালে
মেলে দিয়েছো ঈগল ডানা
আর ডানায় স্বপ্ন মেখে ফেরি করেছো
কহিনুর রোদ।
তিল তিল অপোয়
ফেনাইত নির্যাতনের শিকল ছিঁড়ে
দরাজ কণ্ঠে হাক দিয়েছো
‘স্বরাজ লাগবে স্বরাজ
আমি স্বরাজ ফেরিওয়ালা’
স্বরাজ ফেরি করতে করতে
তুমি ঢুকে গেছো মানুষের মনে-মগজে
মিছিলে-মিটিং
কারাগারে
মসজিদ-মন্দিরে
এবং বুলবুলের গানের আসর
ও খঞ্জনার নাচের ঘরে
তারপর তোমার রক্তের সিরিঞ্জ বেয়ে
নেমে আসলো স্বাধীনতা।
আমরাও চিৎকার করে
স্বরাজ এসেছে, স্বরাজ
বলতে বলতে- বেমালুম ভুলে গেলাম
তুমি একদিন আমাদের স্বরাজ ফেরিওয়ালা ছিলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।