এদেশে স্বরাজ আন্দলন সুরু হয় ১৭৫৭ সালে শিপাহি বিদ্রহের মাধ্যমে বাঙ্গালি দের দ্বারা, বৃটিষ বিরোধি আন্দলনে ফ্রন্টলাইনে বাঙ্গালিরা সবসময়ই অগ্রগামি ছিল। সুর্যসেন, নানাসাহেব, ক্ষুদিরাম, সুভাশবোস সহ আনেকেই। সিপাহি বিদ্রোহে সারা ভারতে ছড়িয়ে পড়ে। কিন্তু পশ্চীম ভারতীয় কিছু অংশ বৃটিশ দের সাথে সিপাহি বিদ্রোহ দমনে সহায়তা করে।
৪৭ এ দেশ ভাগের পর স্বরাজ আন্দলন আবার সুরু হয় ৫০ এর দশকের ভাষা আন্দলন সেই আন্দোলনের একটি ক্ষুদ্র অংশ, দাশত্বে অভ্যস্ত পিছিয়ে পরা পশ্চীম পাকিরা আন্দোলনে সমন্নিত হতে দ্বিধাগ্রস্থ ছিল, শৈরশাসক গোষ্ঠী এইটাকে হিন্দুয়ানী বলে প্রচারনা চালায়।
এবং পরে ৭১ এ শাসকদের হিংস্রো থাবা তারপর স্বাধিনতা।
৯০ এ পুর্নতা পায় সংবাদপত্রের স্বাধিনতা, ৯৬ তে স্বাদ লাভ করে electronic media র স্বাধিনতার। চালু হয় ETV, Channel I, ATN. এখন গনতন্ত্র এবং স্বাধিন সংবাদ মাধ্যম এখন যে কোন সময় এর চেয়ে stable, যদিও এখনো অনেক পথ বাকি।
আরব বিশ্বে মাত্র সুরু হল স্বরাজ আন্দোলন। বাঙ্গালিরা যেইটা ৬০ বছর আগে করছে বেকুব আরবদের বুঝতে সময় লেগছে ৬০ বছর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।