প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী দিন গেলে দিন আর পাবেনা
দিন গেলে আর দিন পাবিনা, ভাটায় যদি লয় যৌবন,
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন।
পিরিতের নাই পাঞ্জেপুঁথি নাই পিরিতের ভেদবিধান,
সময় মতে প্রবেশ পথে আপনা হতে মারে টান,
যার যেভাবে মন মন মইজাছে সেই ভাবেই সাধন ভজন।
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন।
আকাশে জমিনে পিরিত অনন্ত কাল ধরিয়া,
তাই তো তারে রোদ বাদলে রাখে শান্ত করিয়া,
তা না হলে ফুলে ফলে শোভিত না ত্রিভুবন।
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন।
সাগরেরই অটল পিরিত পাহারেরই সাথে,
তাই তো পানি বাস্প হইয়া উঠে গিয়ে তার মাথে,
সাথে সাথে রোদ বাধিয়া করে বৃষ্টি বরিষণ,
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন।
দেখ এই ভব সাগরের মাঝে নাও বেয়ে যায় সাত জনা,
এপার থেকে ওই পার গেলে কেউরে কেউ আর চিনেনে,
লাখে লাখে ঘূর্ণি পাকে কত জনার হয় মরন।
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন।
মাওলার পিরিতে হয় জঙ্গল বাসী মুনি ঋষি আওলিয়া,
সারা জীবন কাটায় তারা গাছ তলাতে বসিয়া,
পাইল কি ধন কইলনারে তাই কান্দে জালালের মন।
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন।
সোনার ময়না ঘরে থুইয়া
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
দিন হীন মুর্শিদে কয়
মাটির বাসন ভাইঙ্গা গেলে আর কি জোড়া লয়
দয়াল চাইলে লইব জোড়া
মুর্শিদ চাইলে লইব জোড়া
এমন দয়াল কে আছে..
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে,
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে,
পাগল জালালে কয়
পিঞ্জর ছাইড়া গেলে ময়না
আর কি বন্দী হয়..
মুর্শিদ চাইলে হইব বন্দী
দয়াল চাইলে হইব বন্দী
এমন দয়াল কে আছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
থাকতে যদি না পাই তোমায়
থাকতে যদি না পাই তোমায়
চাইনা মরিলে
আমায় কাঁদালে
ভাল বাসি বলে রে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু
তাই বুঝি আজ বুক ভেসে যায়
নয়নের জলে
আমায় কাদালে
ভালবাসা করে যে জন
কাঁদিতে হয় অতি গোপন । ।
শুস্ক বৃক্ষের কষ্ট যেমন
পাতা নাই ডালে
আমায় কাঁদাল………
ভালবাসা এমন রীতি
কাঁদিতে হয় দিবা নিশি ।
।
তবু আমি মালা গাঁথি
পরেছি গলে
আমায় কাঁদালে
ভালবাসি বলে বন্ধু
উস্তাদ জালাল খাঁ সম্পর্কে আরো জানতে
ফকির ইলিয়াসের পোস্টটি পড়ুন
এছাড়াও এখানে বিস্তারিত পাবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।