আমাদের কথা খুঁজে নিন

   

বয়স আমাকে নিয়ন্ত্রণ করে না, আমি বয়সকে নিয়ন্ত্রণ করি

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com উপমহাদেশে নারীদের বয়স লুকানোর একটা স্পর্শকাতর প্রবণতা আছে। ইউরোপ বা আমেরিকায় বয়স লুকানো তো দূর কি বাত, ওখানে এমন কি সেলেব্রিটি নারীদের বয়সও পাবলিকলি প্রকাশ হয়। তাই আমরা মাইলি সাইরাসের বয়স যেমন জানি তেমনি মেরিল স্ট্রিপের বয়সও জানতে পারি। কিন্তু এখানে আপনি বিপাশা হায়াত বা জয়া আহসানের বয়স সহজে জানতে পারবেন না। না হয় আমাদের এ অঞ্চলে কিছু সামাজিক/সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কারণে নারীর বয়সের প্রকৃত অংকটি জানা কঠিন, কিন্তু মাঝে মাঝে খুব মজা লাগে যখন দেখি কোন কোন পুরুষ তার বয়স লুকাতে চায়! দেখা যায় বিভিন্ন পরিচিতিতে/প্রোফাইলে জন্ম সালটা লুকিয়ে রাখতে।

অর্থাৎ অন্যদের মনে তার প্রকৃত বয়স নিয়ে কোন ধারণা দিতে চান না। এটা কেউ কেউ করেন নিজেকে অপেক্ষাকৃত যুবক মনে করানোর জন্য, কেউ করেন অল্প বয়সী মেয়েদের আকর্ষণটা যেন ধরে রাখতে পারেন সেজন্যে, আবার কেউবা নিজেকে নিয়ে একটা মেকি রহস্য সৃষ্টি করতে চান। আমি নিজে বয়স নিয়ে লুকোচুপি করিনি কখনও। আমি কাজের দিক থেকে বয়সের চেয়ে এগিয়ে, আর মানসিক দিক থেকে অপেক্ষাকৃত তরুণ থাকার চেষ্টা করি। বয়স আমাকে নিয়ন্ত্রণ করে না, আমি বয়সকে নিয়ন্ত্রণ করি।

তাই এখনও বিশ বছর বয়সের ইনোসেন্স ও রোমান্টিসিজমে ভুগি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.