সমুদ্রে ঢেউয়ের মতো জীবনের চলমান ধারা একে একে বয়ে চলে নির্ধারিত তীরের দিকে সামান্য উপস্থিতি কিন্তু নয় অস্তিত্ব ছাড়া, জমে ওঠা ফেনাগুলো ধীরে ধীরে হয়ে আসে ফিকে। কৃষ্ণ-হিম মেঘে আর বলশালী তুফানের ঘাতে অস্থিরতা নেমে আসে গম্ভীরতা হয় বিচলিত, বিদ্যুতের আক্রমণে প্রলয়ঙ্করী বজ্রনাদে, পানির গোঙ্গানি বাজে হৃৎপিণ্ডে বেদনার মতো। কত স্মৃতি, কত কথা সময়তো সব ফেলে ঢেকে, সুখ, দুঃখ, অপমান সবকিছু হয় অন্ধকার তারপরো ঘুরে ফিরে বিস্মৃতির গহ্বর থেকে একটা করুন মুখ মনে পড়ে কেন বার বার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।