আমাদের কথা খুঁজে নিন

   

গরীব ০-১৮ বছর বয়স র্পযন্ত সকল শশিুদরে রশেন র্কাড দনি যে রশেন র্কাডরে মাধ্যমে জন্ম থকেে ১৮ বছর বয়স র্অথাৎ উচ্চ মাধ্যমকি র্পযন্ত সকল শশিু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লখোপড়া,সম চকিৎিসা খরচ পাবে এবং ৬০ র্উদ্ধাে সকল বৃদ্ধ বৃদ্ধাদরে সকল দায়ত্বি রাষ্ট্রীয় তত

একজন ধার্মিক গরীব মাানুষ হয়ে আরজি করছি অবশ্যই সংলাপে বসুন এবং জনগণের কাছে অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুর সকল দায়িত্ব এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব আমরা ধার্মিক ধনী মালিক শ্রেনী এবং রাষ্ট্র ও সরকার আমরা পালন করবো । আমাদের দেশের বেশীরভাগ ধনীরা তাদের শিশুদের বেশী খরচে দামী স্কুলে আর অগাধ ধন সম্পদ দিয়ে ৬০উ্ের্ধা জীবন বেশ আরাম আয়েশে উপভোগ করেন। আমরা যারা বেশীরভাগ মানুষ আমরা গরীব নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তার জীবন আমাদের। এ দেশ ধনী গরীব সকলের। আমরা যারা গরীব আমাদের ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশু এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের জীবন অবর্ণণীয় কষ্টকর,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস।

ধনীরা তাদের শিশুদের বেশী খরচে দামী স্কুলে দিন, ৬০উ্ের্ধা জীবন বেশ আরাম আয়েশে উপভোগ করুন এবং গরীব ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের রেশন কার্ড দিন যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে। রাষ্ট্র একটা অবকাঠামো.পরিবর্তিত সরকার যেভাবে পরিচালনা করে রাষ্ট্র সেভাবে পরিচালিত হয়.আর সরকার গঠন করে রাজনৈতিক দল। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সংলাপে বসার আয়োজন করছেন তাই একজন গরীব মাানুষ হয়ে আরজি করছি অবশ্যই সংলাপে বসুন এবং জনগণের কাছে অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুর সকল দায়িত্ব এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব আমরা ধনী মালিক শ্রেনী এবং রাষ্ট্র ও সরকার আমরা পালন করবো । ১৩দফার মধ্যে গরীব মানুষের সুযোগ সুবিধের কথা বেশী বেশী বলুন। আমরা যারা ধর্মিক গরীন মানুষ আমাদের জীবন অবর্ণণীয় কষ্টকর,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস।

১৩ দফা বাস্তবায়ন হলে আমরা গরীবেরা কি কি সুযোগ সুবিধে পবো তা বেশী বেশী প্রচার করুন। ধরবাহিকভাবে সরকার পরিচালনাকরী রাজনৈতিক দলগুলি ভিন্ন ভিন্ন ধর্মীয় ম্যুল্যবোধ রক্ষা করেছেন। এরই মধ্যে নগ্ন অশালীন অধর্মীয় সবকিছু স্যটেলাইটের মধ্যমে ভারত হয়ে আমাদেরকে আরো ও অধার্মিক হতে প্রভাবিত করছেন। আমরা ধার্মিক গরীবেরা আমরা চাই আপনরা বলুন ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুর সকল দায়িত্ব এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব আমরা ধার্মিক ধনী মালিক শ্রেনী এবং রাষ্ট্র ও সরকার আমরা পালন করবো । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.