আমাদের কথা খুঁজে নিন

   

আঠারো বছর বয়স

seremos como el Che

টিনেজ বয়স বিশেষভাবে ১৮ বছর বয়স নিয়ে অনেক কবিতা অনেক গান লেখা হয়েছে। তবে কিছুদিন আগে আমি খেয়াল করলাম যে সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ‘আঠারো বছর বয়স’( ছাড়পত্র কাব্যগ্রন্থ, ১৯৪৮) এবং Alice Cooper ব্যান্ড এর ১৯৭০ সালের একটি গান ‘I am Eighteen’ এর মাঝে দারুন এক ভাবগত সাদৃশ্য। তাই আপনাদের সাথে এ দুটিই শেয়ার করলাম, আপনাদের মতামত জানাবেন। আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কী দুঃসহ র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়– আঠারো বছর বয়স জানে না কাঁদা।

এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলাহলে। আঠরো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ। আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্র্রান্ত; একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরোথরো। তব আঠারোর শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়– এ দেশের বুকে আঠারো আসুক নেমে। । I'm Eighteen Artist(Band):Alice Cooper Lines form on my face and hands Lines form from the ups and downs I'm in the middle without any plans I'm a boy and I'm a man I'm eighteen and I don't know what I want Eighteen I just don't know what I want Eighteen I gotta get away I've gotta get out of this place I'll go runnin in outer space Oh yeah I got a baby's brain and an old man's heart Took eighteen years to get this far Don't always know what I'm talkin' about Feels like I'm livin in the middle of doubt Cause I'm Eighteen I get confused every day Eighteen I just don't know what to say Eighteen I gotta get away Lines form on my face and my hands Lines form on the left and right I'm in the middle the middle of life I'm a boy and I'm a man I'm eighteen and I LIKE IT Yes I like it Oh I like it Love it Like it Love it Eighteen! Eighteen! Eighteen! Eighteen and I LIKE IT

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।