অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি
ব্রাজিল-আর্জেন্টিনা নিয়া ব্লগ তোলপাড়। ব্লগারদের আর দোষ কি? পুরা দেশই তো তোলপাড়। আমাগো ক্যাম্পাস ও ব্যতিক্রম না। কিন্তু সমস্যা হইলো সারা বছর ক্রিকেট নিয়া পইরা থাকা আর ফুটবল থেইক্যা ১০০ হাত দুরে থাকা পোলাপাইন যখন ফুটবল নিয়া বিতর্ক করতে যায় তখন কি কি ধরনের প্রবলেম হইতে পারে সেই সম্পর্কে এদের বেশিরভাগই অজ্ঞ-
শুরু করতেছি হলে থাকা এক আতেল পোলারে দিয়া। এর হলমেটরা এর হাতে কখনো বই -খাতা ছাড়া অন্য কিছু দেখছে বইলা মনে করতে পারে না।
যাই হোক,যথারীতি ব্রাজিল-আর্জেন্টিনা বিতর্ক শুরু হইছে। পোলা কইলো ও ব্রাজিলের সাপোর্টার। সাথে সাথে অন্য একজনের প্রশ্ন-ক তো ব্রাজিলের ক্যাপটেন কে?
-ক্যান,রিকি পন্টিং
এবার আরেক বিশেষজ্ঞের কথা বলি। সে হঠাৎ মতামত দিল এই বিশ্বকাপে নাকি সাউথ আফ্রিকার ভালো সম্ভাবনা আছে।
-ক্যান রে,স্বাগতিক বলে?
-আরে না,সাউথ আফ্রকায় দ্রগবা খেলে না? যে দলে দ্রগবা খেলে সেই দল অবশ্যই ভাল খেলবে।
প্রিয় পাঠক,দ্রগবা যদি সাউথ আফ্রিকার প্লেয়ার হয় তাইলে কিন্তুক আমি স্পেনের কোচ
আজকে সকালে ২ গ্রুপ আবার লাগছে।
ব্রাজিল-আমরা ৫ বার কাপ পাইছি,তোরা মাত্র ২ বার..
আর্জ- শোন, আমরা বেছে বেছে কাপ নেই। ভাল কাপগুলানই বাইছা নেই। এইজন্যেই কম
আর্জ- আমাগো ম্যরাডোনা ৬ জনরে কাটায়ে গোল দিছে
ব্রাজিল-আমগো পেলে তো ১১ জনরে কাটায়ে গোল দিছে
আরেক আর্জেন্টিনা সাপোর্টাররে দেখলাম দল নিয়া খুব ফটফটাইতেছে। আমি কইলাম- তুই তোর দলের গোলকিপারের নাম জানস?
-না তো রে।
-তুই তো মান ইজ্জত সব ডুবাইবি। ২ডা নাম কই ,মুখস্ত কর-সার্জিও রোমেরো,আন্দুজার।
অতি কষ্টে সে নাম ২ ডা ঠিকমত উচ্চারণ করলো।
আজকে ক্যাম্পাস ছাড়ার সময় দেখি সে কি জানি বিড়বিড় করতাছে। কাছে গিয়া শুনি সে মুখস্ত করতেছে ২ টা নাম-সার্জিও রোমেরো,আন্দুজার।
সবার বিশ্বকাপ আনন্দময় হোক...........................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।