আমাদের কথা খুঁজে নিন

   

আন্তরিক ঘেন্না তোমাকে

স্বত্ত সংরক্ষিত

ঝরে যাওয়া সবক'টা পাতা ঐখানে জমা, একটি পাতাও নিইনি তুলে লোভে। আমি শুধুই দিলাম আগুন ঐ পাতাদের দলে, যতটা ছাই জমবে ঐ সেখানে ও ছাই এরও মুল্য নেই কোন জন্মদাতা পাতার মতই ছাইও অযথা। পকেটভরা রোদের নুড়ি যখন আবার ফেরত পাবো ততক্ষনে ছাইএর গাদা বদলে যাবে, পারবো শুধু শীত তাড়াতে কক্ষনো আর কিছু হবেনা মরা পাতার। বেহায়া এক ঘেন্না যদি তাড়া করে সারাদিনই কি আর হবে?শীত তাড়াব মনের থেকে মাতাল যখন,বেহুঁশ যখন তখনো আর করবোনা ভুল এক ছুট্টে পালিয়ে যাব ওই আঁধারে। মাঝে মাঝেই থুতু ফেলবো আদুল গায়ের শীতবুড়িকে রক্ত পুঁজ আর থুতু'র স্রোতে ডুবিয়ে মারবো অ।রূ ২৪ মে,২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.