আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .
৭-৮ দিন আগে ভুলে মুছে ফেললাম জুন ২০০৮-এর লেখা ধোঁয়াটে রূপকথা। এটা এমন একটা পোস্ট যেটা কিছু কারনে আমার নিজের কাছে খুব প্রিয়। আর এ কাহিনীটা সবাইকে জানানো আমি খুব দরকার মনে করেছিলাম। মুছে যাওয়ার পর নিজেকে অশিক্ষিত মনে হতে লাগলো। এর আগেও ভুলে একটা পোস্ট মুছে ফেলেছিলাম।
নিজের উপর চরম রাগ হতে লাগলো। কারন অতো আগের লেখাটা এখন ঠিক ওভাবে লেখাটা সম্ভব না।
পোস্টটার মায়া ছেড়েই দিয়েছিলাম খুব কষ্ট নিয়ে। কিন্তু আজকে হঠাৎ দেখি পোস্টটা রিট্রাইভ করা হয়েছে। আমি যে কি পরিমান মানসিক শান্তি পেয়েছি সেটা বুঝাতে পারবো না।
আমার কিছু অসাধারন ভাইকে আর মডারেটরকে বিশাআআআআল ধন্যবাদ জানানোর ইচ্ছা সংবরণ করতে পারলাম না।
রাতমজুর ভাইকে... ধ্রুব ও আন্তরিক ধন্যবাদ ভাইয়াটাআআআ!!!
একরামুল হক শামীম ভাই... কি হে কি হে ভাইয়া ?? আপনাকে চিৎকার করে ধন্যবাদ! আর অবশ্যই কেক-কুক খাওয়াবো!!!
মডারেটর ভাই-বোনদের কে... অনেক অনেক অনেক এবং অনেক ধন্যবাদ !!!
আর একটা ব্যপার হলো, আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যখন ভাবলাম পাঠকদের কমেন্টগুলো পাবো না। সেসব রিট্রাইভ না করা গেলে তাদের মতামতগুলো পেতাম না। আমার নিয়মিত বা অনিয়মিত পাঠকদের প্রতিটা কমেন্ট আমাকে অসাধারন অপার্থিব আনন্দ আর অনুপ্রেরণা দেয়। তাদের সবাইকে অবশ্যই বিশেষ ধন্যবাদ সাথে থেকে আমাকে লেখার শক্তি দেবার জন্য!!!
সবাই অনেক বেশি ভাল থাকুন।
শুভ ব্লগিং !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।