ভোর হোক তোমারও জানালায়,ভোর হোক ধ্বংসস্তুপে। চাপা পড়া শহরে,শহীদ স্বরণীর পীচঢালা পথে। রোদ্র আসুক আশাবাদী অহ্মর হয়ে,বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে।
এভারেস্ট বিজয়, এরচেয়ে সুখকর কী হতে পারে আর? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে উঠে দাঁড়ানো বীরদর্পে? মনে হয় না যে সমস্ত পৃথিবীটাই এখন পায়ের তলায়?
মুসার কি এরকম মনে হয়েছিলো?
এভারেস্ট জয় যথেস্টর চেয়েও আস্পর্ধার ব্যাপার। শুধু আস্পর্ধা থাকলেই হয় না সঙ্গে লাগে যোগ্যতা আর জেদ।
এভারেস্ট জয় করে মুসা আজ পা রাখলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে, মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায়। যেখানে তেনজিং হিলারীদের পদচিহ্নের খবর আমরা পাঠ্যবইতে পড়ি। আর যা এতবছর ধরে বাঙালির ধরা ছোঁয়ার বাইরেই ছিলো।
আজ মুসা সেখানে পা রাখলেন। বাংলাদেশের পতাকা তুলে ধরলেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে।
অভিনন্দন মুসা, স্যালুট আপনাকে, শ্রদ্ধা আপনাকে।
বিঃদ্রঃ - আমার বন্ধু হতে সংগ্রহীত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।