এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
গুগল আর্থ নিয়া চাপাচাপি করতে করতে চইলা আসলাম এভারেস্টের উপরে।
আহা! চারিদিক সাদা (মনিটরে)। কি সুন্দর পরিবেশ। হঠাৎ ক্ইরা ধাক্কামতোন খাইলাম। আচ্ছা আমিতো খালি মাউস নাড়াইতাছি। মাগার স্ক্রিনের পর্বতশৃঙ্গটা উচানিচা করতাছে কেন?
মনে পড়লো।
কিছুদিন আগে পত্রিকায় পড়ছিলাম। গুগল নাকি কয়েকটা এলাকায় গুগল আর্থের স্ট্রিট ভিউ দিতাছে। এইডা সেইরকম কিছু একটা হইবো ভাইবা দেখতে লাগলাম। আমি মুগ্ধ গুগল আর্থের জাদু দেইখা।
এই মুগ্ধতাটারে কাটাইতে কিছু ফটুক ব্লগে দিয়া দিলাম।
বেশি মুগ্ধ হওয়া ভাল না। দুনিয়াটায় আরো অনেক কিছু দেখার আছে!!!
ইহান থিকা জুম করতে থাকলে সোজা এভারেস্ট।
আমগো বাংলাদেশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।