আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে বাল্যবিবাহ। একটি প্রতিবেদন।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

ভারতে এখনো প্রচুর বাল্যবিবাহ দেখা যায়। এক্ষেত্রে মেয়ে শিশুরাই বেশি শিকার হয়ে থাকে। ভারতের পার্লামেন্ট বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে অনেক আগেই, কিন্তু কার্যত এখনো বহাল রয়েছে এই বাল্যবিবাহ। দেশটির ২০০৬ এর রিপোর্টে বলা হয়েছে, দেশটিতে এখনো প্রতিবছর যতগুলো বিবাহ হয় তার ৪৫% মেয়েই ১৮ বছরের নিচের হয়ে থাকে।

যদিও শহড় গুলোতে পুলিশী সমস্যার কারণে এই সমস্ত বিবাহের প্রকাশ্য অনুষ্ঠান করা হয় না। রিপোর্টে আরো বলা হয়েছে এই ধরনের বিবেহের মূল কারণ হচ্ছে, অশিক্ষা, অভাব, ও যৌন ক্ষোধা। নিম্নে এ ধরনের কিছু বিয়ের ছবি তুলে ধরা হলো। ১) নিচের ছবিটির মেয়েটির নাম, কৃষ্ণা বয়স ১১। এখানে তাকে ঘুমটা উঠানো অবস্থায় দেখা যাচ্ছে।

তার স্বামির নাম- কিষান বয়স ১৩। এটি রাজস্থানের কোটা থানার এক গ্রামথেকে তুলা হয়েছে। তাং- মে/১৬/২০১০। ২) এই ছবিটির মেয়েটির নাম 'মমতা' বয়স ৯, সাথে তার স্বামি 'রাম সিং' বয়স ১৪. মধ্যপ্রদেশের তিওরা গ্রাম থেকে তুলা ছবি এটি। তাং এপ্রিল /২২/ ২০০৯।

৩) মেয়য়েটির নাম 'আম্লি' বয়স ৫, তাকে দেখা যাচ্ছে তাদের বিয়ের বাঁধন বাধতে তার স্বামি "অসোকা' বয়স ১৫ এর হাতে। স্থান- রাজস্থানের একটি মরুভুমি এলাকার গ্রাম, নাম তার 'শ্রীরামপুর'। তাং- মে /১৪/ ১৯৯৪। ৪) ১৪ বৎসরের ললিতা সাইনিকে দেখা যাচ্ছে তার বিয়ের জন্য ইন্টারভিউ দিতে। জয়পুরা রাজ্য থেকে ১৪৮ মাইল দুরে 'আলসিসার' গ্রামের ছবি এট।

তাং- এপ্রিল/ ২৫/ ২০০৭। ৫) ৭ বছরের মোহাম্মদ ওয়াসিম ও তার বাবা মোহাম্মদ ঈসমাইল সাথে তার স্ত্রী 'নিশা'। তাদের বিবাহের সময় পুলিশ তাদের গ্রেফতার করে। ছবিটি থানা থেকে তুলা। তাং- অক্টোবর/ ৩১/ ২০০৮।

৬) হেমান্ত/১৬ সাথে তার স্ত্রী 'স্বরসতী'/১৩। রাজস্থানের কোটা গ্রামথেকে তুলা ১৭/মে/ ২০১০। ৭) ৯ বৎসরের মেয়ে 'নুজুদ', সপ্তাহ খানেক আগে কোর্টের রায়ে তার বিয়ে ভেংগে যায়। তাং- এপ্রিল/২১/২০০৮।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.