আমাদের একজন জনপ্রিয় লেখক আছেন। যিনি এ দেশে সবছেয়ে জনপ্রিয়। লেখালেখি করে তিনি কোটিপতি বনে গেছেন। কিন্তু লোভ তার এতটুকুও কমেনি। বরং টাকার লোভ আরো বেড়েছে।
তাই তিনি এমন একটি অনুস্টানের সাথে জড়িয়েছেন যেই অনুস্টানের সাথে অটোপ্রমোশনের মত কলঙ্কিত অধ্যায় চির দিনের মত জড়িয়ে গেছে। সেই জানুয়ারিতে ক্ষুধেগানরাজ শুরু হয়েছে আজ অবদি তা শেয হয়নি। পড়ালেখা ও স্কুল বাদ দিয়ে এই অনুস্টানে অংশগ্রহনকারি কোমলমতি শিশুরা গান ও ডিজিটাল(অবৈধ এসএমএস ভোট )ভিক্ষা চালিয়ে যাচ্ছে। কারন তারা জানে তারা পড়ালেখা না করে,স্কুলে না গিয়েও প্রতিভাবান ছাত্র হিসেবে পরিগনিত হবে চ্যানেল আইয়ের কাল আবেদনপত্রের কল্যাণে এবং নিশ্চিত জুটে যাবে অটোপ্রমোশন। হুমায়ুন আহমেদের মত টাকার কুমিরদের কাছে টাকাটাই মুখ্য।
টাকাটা ন্যায় পথে বা অন্যায় পথে এল তা বড় নয়। যে কোন পথে এলেই হল। হোক তা শিশুদের এসএমএস ভোট(শিশুশ্রম) ভিক্ষার টাকা। ক্ষুদে গানরাজের শিশুরা ভিক্ষা করে এত টাকা জোগান দিয়েছে যে,এই টাকাদিয়ে হুমায়ুন আহমদ নতুন চলচিত্র বানাবেন। এমন একটি খবর প্রচার করছে প্রথম আলো।
আর চ্যানেল আই যে অটোপ্রমোশনের সাথে জড়িত তাও ফাস করেছে প্রথম আলো ১৫ই জানুয়ারি ২০০৮ সংখ্যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।