আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিস্টিনা এবং একটা কুকুরের গল্প .....

Everything in the world has an expirary date, even relationship.

মাইয়াডার নাম ক্রিস্টিনা, আমগো ভার্সিটিতে পড়ে । আপনাগো কাছে কেমন লাগবে জানি না, মাগার আমার কাছে ব্যাপক লাগে । হাজার হোক, এই অধম লুল তো। ডিপিএস ক্লাসের প্রথম দিন মাইয়াডারে দেইখা খুব ভালা লাগছিলো । ভাবছিলাম প্রোপোজ করমু ।

প্রথমে ফেচবুকে মাইয়াডারে অ্যাড দেই । পরে ফেচবুকে যেই দেখি যে সে নাকি "ইন এ রিলেশনশিপ"-এ আছে, তখন নগদে বুকের ভিতর একটা ধাক্কা খাই । তারপর মাইয়ার ফডুক-গ্যালারিতে যাইয়া দেখি অনেক ছবি। বিভিন্ন ইশটাইলে মাইয়া আর তার বয়ফ্রেন্ড ছবি তুইলা রাখচে -- আমার হৃদয় টুকরা টুকরা হইয়া যায় । ভাঙ্গা হৃদয়ের টুকড়াগুলো কুড়িয়ে নিয়ে জোড়া লাগিয়ে বিড়ি ফুকতাম আর তার কতা ভাবতাম ।

ভার্সিটির পড়াশুনা শেষ, এখন দেশে ব্যাক করুম। ফেসবুকে ঘুতাইতেছিলাম, হঠাৎ দেখি ক্রিস্টিনার ফডুক-গ্যালারিতে আর কোন পোলার ছবি নাই । খালি দেখতে পাই কুত্তার ছবি । আর মাইয়ার প্রোফাইল পিকচার সেট কইরা রাখচে নিচের ফডো-টা মাইয়ারে অনলাইনে পাইলাম। নক করলাম ।

কইলাম, "সুন্দর" মাইয়া কয়, "কেডা সুন্দর? আমি?" আমি কইলাম, "নাহ । তোমার কুত্তাডা " মাইয়া কয়, "থ্যাংকু থ্যাংকু। ইউ আর সো কিউট। " আমি মনে মনে কইলাম, "কি পাইলাম এই জীবনে। শালা, একটা বারের জন্য যদি কুত্তা হইতে পারতাম "



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।