জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই সকাল বেলা ফেসবুক খুলেই মেজাজ ভালো হয়ে গেল। আমার গার্লফেন্ড নতুন ছবি আপ করেছে। মোট তিনজনের ছবি। আমার গার্লফ্রেন্ড, তার বোন এবং দুই বোনের মাঝখানে তাদের বাড়ির পোষা কুকুর। তিনজনই মুখ হা করে তাকিয়ে আছে।
সবচেয়ে বড় হা করেছে কুকুরটি। জিভ বের হয়ে ঝুলে আছে । সম্ভবত দুই সুন্দরীর মাঝখানে পড়ে তার ত্রাহি অবস্থা বোঝাতে বেচারা কুকুরীয় ভঙ্গিতে তার মুখভঙ্গি করেছে।
ছবির নিচে অনেকেই মন্তব্য করেছে। সো নাইস, ফাইন, কুল, অনেক সুন্দর - ইত্যাদি মন্তব্যের পর মন্তব্য।
কিন্তু একটা মন্তব্য পড়ে মেজাজ খারাপ হয়ে গেল। এক হারামী লিখেছে, জিসকে সাথ জিসকো রেহেনা চাহিয়ে ... নাইস ম্যাচ। মানে কী ? এই হারামী আমার গার্লফেন্ডকে কুকুর বলেছে। আমার গার্লফেন্ড কুকুর হলে আমি কী ?
আরে মুশকিল ! তারপর আরেকজন লিখেছে, তিন বোনকে সুন্দর লাগছে। অন্য আরেক পোংটা লিখেছে, দুই ভুটকির মাঝখানে পড়ে কুত্তাটা ভর্তা হয়ে গেল।
আমার গার্লফ্রেন্ডের ছবিতে এই রকম মন্তব্য দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আমার মেজাজ খারাপ হলে কী হবে, পাবলিক তো মজা লুটছে। একের পর এক মন্তব্য আসছে তো আসছেই। আমারও মন্তব্য করতে ইচ্ছা করল, তিন কুত্তাকে সুন্দর লাগছে। কিন্তু এই রকম মন্তব্য করার সাহস পেলাম না।
ফোন দিলাম ওর নাম্বারে। ওর নাম্বার বন্ধ। সম্ভবত অনেক রাতে এই ছবি আপ করে ঘুমাতে গেছে। আজ শুক্রবার, ছুটির দিন। তাই মহারানী অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে আরও ভুটকি হবেন।
গাধা মহিলাকে নিয়ে আর পারা গেল না। কুত্তাসহ ছবি তোলার কী হল বুঝলাম না। না হয়, আমার গার্লফ্রেন্ড একটু গাধাই, কিন্তু তার বড় বোনের তো মাথায় সামান্য ঘিলু আছে। সে কিভাবে এই ছবি তুলতে পারল ? না হয় তুললই, তাই বলে ফেসবুকে আপ করতে হবে ? সব কিছুই কি পাবলিককে দেখাতে হবে ? কবে জানি, গাধীটা আমার সাথে তোলা কোন রগরগে ছবি আপ করে দেয়। সর্বনাশ !
আর ছবিটা তুলেছে কোন শালা ? সম্ভবত আমার হবু শালাই।
(এটা কিন্তু গল্প। কিন্তু তারপর কী ঘটল আপাতত জানি না। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।