আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বীনা

অতি দুঃখ কষ্ট বেদনা ভালবাসা না পাওয়ার পরিমাপে আমার সকল আনন্দ বা একমাত্র ভাললাগবার জন্য কবিতা লিখতে থাকি। আর আমার জীবেন চরমঅর্থে কবিতা/লেখাকে স্থান দিয়েছি।

তুমি বিনা আজ আমি এক পথযাত্রী, ঘুড়ে ফিড়ে পাই শুধুই কালো রাত্রী। দিন চলে যায় আসে অন্ধকার শুধুই আমার বুকে বারে বার, কাঁচ যেভাবে ভেঙ্গে যায় আমি্ও ভেঙ্গেছি একই ভাবে হায়। চারিদিকে খুজি ফিরি তুমি নাই তুমি নাই।

গাই একলা পথে পথে গান তুমি বুঝনা তুমি যে আমার জান। তিরে শেষে এসে এ কি করলে মারলে আমার বুকে বান। তা্ই আমি আজ দেবদান। নিচ্ছি শুরু মরনে স্বাস প্রস্বাসে। তোমারি নাম তোমারি নাম।

শুভ কর্মকার-অবহেলাক্রান্তী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।