আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিং এবং বীনা

সব কিছুতেই ভুল হয়ে যায়---...............................আমার

আমি সাধারনত সিটিং বাসেই চলাচল করি সেদিন বাস না পাওয়াতে বাধ্য হয়েই একটা লোকাল বাসে চরলাম , সাথে ছিলো আমার বন্ধু বীনা । তিনজনের সিটে আমি বীনা এবং একজন ভদ্র মহীলা বসে ছিলো, আমাদের পিছনের সিটে একজন( ভদ্রলোক) ! আমাদের পাশের মহীলার গায়ে বার বার হাত দিছ্ছিলো আমি যদিও দেখছিলাম তবে লজ্জায় কিছু বলতে পারছিলাম না, কিন্তু আমার বান্ধবি বীনা ছারলো না কয়েক বার দেখে লোকটার হাতটা খপ করে ধরে ফেললো, এবং খুব জোরে মুচরে দিতে দিতে বলল- কি ভেবেছিস, সবাই তোদের এই লজ্জা জনক আচরন সহ্য করবে ? লোকটা লজ্জা পেল কিনা জানিনা তবে মাথা নিচু করে ঐ ষ্টপিসেই নেমে গেল, আমার মনে হলো আমরা সবাই কেন বীনার মতো হতে পারিনা ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.