আমাদের কথা খুঁজে নিন

   

ওকলাহোমায় টর্নেডো: প্রধানমন্ত্রীর শোক

সোমবার তিন কিলোমিটার বিস্তৃত ওই ঝড়ে ওকলাহোমা সিটির শহরতলী মুর এলাকার অন্তত ৯১ জন নিহত হন।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, টর্নেডোতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকার এবং জনগণ গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, যুক্তরাষ্ট্র শিগগির এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে শোকবার্তায় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি তিনি স্বজনহারাদের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, সোমবার বিকালে ঘণ্টায় ৩২১ কিলোমিটার বেগে এ টর্নেডো মুর এলাকায় আঘাত হানে, যেখানে প্রায় ৫৫ হাজার লোকের বসবাস।
প্রায় ৪৫ মিনিট ধরে প্রলয়ঙ্করী এ টর্নেডোতে দুই ডজনেরও বেশি স্কুল ও একটি হাসপাতালসহ সব বাড়িঘর বিধ্বংস করে।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহু ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। প্রবল ঘূর্ণি বাতাস গাড়ি উড়িয়ে নিয়ে ফেলেছে অন্য গাড়ির ওপর। একটি বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।