শুক্রবার রাত আটটার দিকে অন্তত দুটি বা তার বেশি টর্নেডো ওকলাহোমা সিটি ও সিটির মুর এলাকায় আঘাত হানে।
মাত্র এক সপ্তাহ আগে বিধ্বংসী আর একটি টর্নেডোর আঘাতে মুর এলাকাটি বিধ্বস্ত হয়েছিল। ওই টর্নেডোর আঘাতে নিহত হয় ২৪ জন মানুষ।
নিহত মা ও শিশুটি ওকলাহোমা সিটির পশ্চিমের আন্তঃরাজ্য মহাসড়কে টর্নেডোটির কবলে পড়ে। ঝড় তাদের গাড়ি উড়িয়ে নিলে ঘটনাস্থলেই মা ও শিশুটি নিহত হয়।
ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হওয়া গাড়ি ও আহতদের উদ্ধারকাজ চালানোর জন্য ওই আন্তঃরাজ্য মহাসড়কটি বন্ধ রাখা হয়েছে।
আন্তঃরাজ্য মহাসড়কে আঘাত হেনে টর্নেডোটি ওকলাহোমা সিটির দিকে এগিয়ে যায়। অপর একটি টর্নেডো সিটির মুর এলাকায় আঘাত হানে।
এক সপ্তাহের মধ্যে আবার টর্নেডোর কবলে পড়া মুরের বিস্মিত মেয়র গ্লেন লেউয়িস ঘটনাটিকে “অবিশ্বাস্য” বলে বর্ণনা করেছেন।
ওকলাহোমা সিটি মেয়র ম্যারি ফালিন জানান, মহাসড়কে টর্নেডোর মুখোমুখি হলে টর্নেডো যে পাশ থেকে আসছে তার বিপরীত পাশে চলে যাওয়া উচিত।
তিনি বলেন, “গত সপ্তাহে মুরের টর্নেডো ও অন্যান্য টর্নেডোর অভিজ্ঞতায় দেখা গেছে মহাসড়কে গাড়ির মধ্যে থাকা মানুষজনই বেশি টর্নেডোর শিকার হয়। ”
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ টিম ওরাম জানান, কমপক্ষে তিনটি বড় ঝড় ওকলাহোমা রাজ্যের মধ্যাঞ্চলে আরো টর্নেডো তৈরি করছে।
ঝড় চলাকালে ওকলাহোমা সিটির উয়িল রজার্স বিমানবন্দর বন্ধ করে দিয়ে সেখানে ১২শ’ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছিল।
ওকলাহোমা গ্যাস ও বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, টর্নেডোর কারণে ওকলাহোমা সিটির ৫৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
এছাড়া বৃহস্পতিবার অপর একটি টর্নেডো ওকলাহোমা ও আরকানসাস রাজ্যে আঘাত হানে।
এতে আরকানসাসের এক কাউন্টি শেরিফ নিহত ও অপর এক ব্যক্তি নিখোঁজ হন।
আরকানসাসের স্কট কাউন্টির শেরিফ কোডি কার্পেন্টারের মৃতদেহ শুক্রবার সকালে খুঁজে পাওয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।